ভয়েস টাইপিং ও ইউনিকোড কনভার্ট করার উপায়

অনলাইনে বাংলা ভয়েস টাইপিং ও বিজয় থেকে ইউনিকোডে লেখা কনভার্ট করা সুবিধা চালু করেছে নিউজ ঢাকা। সম্প্রতি এই ওয়েবসাইটে ভয়েস টাইপিং ফিচারের মাধ্যমে কিবোর্ড ছাড়াই কম্পিউটারে ভয়েস টাইপ করার সুবিধা চালু হয়েছে। এই ফিচারের মাধ্যমে মুখে বললেই বাংলা লেখা চলে আসছে।

ওয়েবসাইটের উপরের দিকে ‘ভয়েস টাইপিং করতে ক্লিক করুন’ ট্যাবে ক্লিক করে ব্রাউজার থেকে ভয়েস নোটিফিকেশন অ্যালাউ করলেই ভয়েস টাইপ করতে পারবেন। এজন্য অবশ্যই হেডফোন বা মাইক্রোফোন ব্যবহার করতে হবে।

নিউজ ঢাকা ওয়েবসাইটে বিজয় থেকে ইউনিকোড এবং ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করার সুবিধা রয়েছে। বিজয় টু ইউনিকোড কনভার্টার করার জন্য বিজয় কি-বোর্ড দিয়ে লেখাগুলো ওয়েবসাইটের নিচের বক্সে পেস্ট করুন। এরপর ‘বিজয় থেকে ইউনিকোড’ ট্যাবে ক্লিক করুন। এক পলকেই লেখাগুলো ইউনিকোডে কনভার্ট হয়ে উপরের বক্সে চলে যাবে।

এছাড়া ইউনিকোড থেকে বিজয় কনভার্ট করার জন্য ইউনিকোডে লেখাগুলো ওয়েবসাইটের উপরের বক্সে পেস্ট করুন। এরপর ‘ইউনিকোড থেকে বিজয়’ ট্যাবে ক্লিক করুন। এক পলকেই লেখাগুলো বিজয়ে কনভার্ট হয়ে নিচের বক্সে চলে যাবে। এবার সেখান থেকে কপি করে আপনি যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন।

অনেক সময় ইউনিকোড থেকে বিজয়ে লেখা কনভার্ট করলে ভেঙে যায়। এই কনভার্টারের মাধ্যমে বিজয়ের ভাঙা ফন্টগুলো ঠিক করার সুবিধা রয়েছে। এজন্য বিজয়ের লেখাগুলো ওয়েবসাইটের নিচের বক্সে রেখে ‘বিজয় ভাঙা ঠিক করুন’ ট্যাবে ক্লিক করলেই হবে।

অ্যাপে নয়, ওয়েবসাইটে মিলবে ট্রেনের টিকিট

বাংলাদেশ রেলওয়ের সার্ভিস প্রোভাইডার পরিবর্তনের কারণে ট্রেনের অনলাইন টিকিট বিক্রি বন্ধ রয়েছে। শুক্রবার (২৫ মার্চ) মধ্যরাত পর্যন্ত কাউন্টার থেকে হাতে লিখে পুরনো পদ্ধতিতে টিকিট বিক্রি করা হবে।

শুক্রবার দিবাগত রাত ১২:০০টা থেকে পুনরায় অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। শুরুতে শুধু ওয়েবসাইট থেকেই টিকিট সংগ্রহ করা যাবে। থাকবে না কোন মোবাইল অ্যাপ।

জানা গেছে, নতুন ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে হলে প্রথমেই প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন অ্যাকাউন্ট করতে হবে। পুরনো ওয়েবসাইট বা অ্যাপের অ্যাকাউন্টের তথ্য দিয়ে নতুন সাইটে লগ-ইন করা যাবে না।

সংশ্লিষ্টরা বলছেন, সহজ-সিনেসিস-ভিনসেন জেভি যৌথভাবে টিকিটিং সিস্টেম তৈরি করেছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলতি বছর ১৫ ফেব্রুয়ারি সহজ-এর সঙ্গে বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেম পরিচালনার জন্য পাঁচ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়।

বাস – লঞ্চ টিকিট বিক্রি করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহজ ১৫ বছর ধরে ব্যবহৃত রেল টিকিটিং সিস্টেমের আদলে একটি সমমানের পদ্ধতি মাত্র ২১ কর্মদিবসে তৈরি করেছে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সহজ কাজটি পেয়েছে। টিকিটের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারিদের সিস্টেম পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণও প্রদান করেছে সহজ। এর আগে টিকিট বিক্রির দায়িত্ব পালন করেছে সিএনএস নামের একটি প্রতিষ্ঠান।

ওই চুক্তি অনুযায়ী সহজ-সিনেসিস-ভিনসেন জেভি প্রাথমিকভাবে চলমান সিসিএসআরটিএস সিস্টেমটি সচল রাখবে এবং আগামী ১৮ মাসের মধ্যে সিসিএসআরটিএস সিস্টেমটি বিআরআইটিএস দ্বারা প্রতিস্থাপিত হবে

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়েতে ১৯৯৪ সালে কম্পিউটার ভিত্তিক টিকিটিং সিস্টেম চালু করা হয়। ২৭টি স্টেশনে কম্পিউটারের মাধ্যমে টিকিট ইস্যু করা হতো। বর্তমানে ১০৪টি আন্তঃনগর ট্রেনের টিকিট ৭৭টি স্টেশনে কম্পিউটারের মাধ্যমে ইস্যু করা হচ্ছে। দৈনিক প্রায় ৯০ হাজার ও মাসিক প্রায় ২৭ লাখ যাত্রীর টিকিট কম্পিউটারের মাধ্যমে ইস্যু করা হয়। এ সকল টিকিটের ৫০ শতাংশ অর্থাৎ প্রায় ১৩ লাখ টিকিট ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে ইস্যু করা হচ্ছে।

দ্রুত ওজন কমানোর উপায়

ওজন যদি বাড়তি হয় তবে তা কমানোর জন্য চলে নানা প্রচেষ্টা। শরীরে অতিরিক্ত মেদ মানে আরও অনেক অসুখ ডেকে আনা। তাই চিকিৎসকেরা স্থুলতা নিয়ে সব সময়েই সতর্ক করে থাকেন। শরীরে একবার মেদ জমতে শুরু করলে তা কমানো মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে খাওয়াদাওয়া এবং শরীরচর্চার দিকে রাখতে হয় নজর।

ঘরোয়া কিছু উপায় ওজন কমানোর ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে পারে। তার মধ্যে একটি হলো এলাচের ব্যবহার। আমাদের প্রায় সবার রান্নাঘরেই এই উপাদান থাকে। এলাচের থাকে নানা উপকারিতা। এটি ওজন কমাতে দারুণ কাজ করে। বিশেষ করে এলাচ ভেজানো পানি এক্ষেত্রে বেশি উপকারী।

সুগন্ধি মসলা এলাচে থাকে অনেক উপকারী উপাদান। এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ক্যালশিয়াম। এগুলো শরীরের জন্য খুবই উপকারী। মেদ কমানো ছাড়াও এলাচের রয়েছে আরও উপকারিতা। চলুন জেনে নেওয়া যাক সকালে খালি পেটে এলাচ ভেজানো পানি খেলে কী উপকার হয়-

  • এলাচে থাকে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে যথেষ্ট সাহায্য করে।
  • এলাচের ভেতরে ক্যান্সারের সঙ্গে লড়াই করার মতো কিছু উপাদান থাকে। তাই মরণঘাতি এই রোগ থেকে দূরে থাকতে চাইলে নিয়মিত এলাচ ভেজানো পানি খেতে হবে।

টপ বাংলা নিউজপেপার নিয়ে ওয়েব অ্যাপ

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় সংবাদমাধ্যমগুলো নিয়ে All Bangla Newspaper নামের ওয়েব অ্যাপ তৈরি করেছে মিডিয়া টেক্সট কমিউনিকেশন।

বাংলাদেশের জনপ্রিয় ও সর্বাধিক পঠিত সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইট স্থান পেয়েছে এই ওয়েব অ্যাপে। এখানে আরো রয়েছে ইউনিকোড কনভার্টার, রিডারসহ কয়েকটি ফিচার।

মিডিয়া টেক্সট কমিউনিকেশনের যোগাযোগ ব্যবস্থাপক তৌফিকুল ইসলাম জানান, ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে স্মার্টফোনেই এখন সবখবর পাওয়া যাচ্ছে। একজন পাঠক একসাথে যেন সব সংবাদমাধ্যমের খবর জানতে পারেন সে ভাবনা থেকেই অ্যাপটি তৈরি করা হয়েছে।

http://www.topbanglanewspaper.com ওয়েবসাইট ভিজিট করলেই ওয়েব অ্যাপ ডাউনলোড করা যাবে। পরবর্তীতে স্মার্টফোনের হোম স্ক্রিন ও কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিন থেকে এক ক্লিকেই বিভিন্ন সংবাদমাধ্যমে ওয়েবসাইট ভিজিট করা যাবে।

Best Nonstick Fry Pan

frypanIf you’re considering upgrading your room cooking utensil assortment then why not contemplate going for the best nonstick fry pan. Non stick cooking utensil is roofed in a very special coating that enables you to cook up a storm within the room while not your food sticking out to your pots and pans. Not solely can your cooking utensil be easier to scrub however you’ll cook your favorite dishes exploitation less oil that makes them healthier, too. once it involves selecting cooking utensil you have got several choices obtainable to you – here are a couple of ways that to assist you decide on the most effective cooking utensil set for your desires.

When choosing your new non stick cooking utensil you may need to think about what you intend on cookery. Pancakes, sausages, eggs and bacon are right reception in a very skillet. If you’re cookery stir fries a cooking pan are a higher selection. If you like the thought of cooking with the great lines showing on your cut of meat or veggies then a griddle pan may be simply the solution.

Lastly you may got to contemplate your budget and also the size of the cooking utensil set you wish. If you merely have atiny low budget then you’ll need to admit shopping for one or 2 items of the most effective non stick cooking utensil obtainable, instead of a bigger set of poor quality. you ought to contemplate the cooking utensil you get as AN investment. One or 2 really expert items can last for several years and supply a much more pleasurable cookery expertise.

ফেসবুকে বন্ধু বেশি হলে

facebookমারাত্মক নেশায় পরিণত হয়েছে এখন ফেসবুক। ফেসবুক ছাড়া ইদানিং অনেকেই একটি দিনও কল্পনা করতে পারেন না। একদিন ইন্টারনেটে সমস্যা হলেই ফেসবুক না চালাতে পেরে হা-হুতাশ করতে থাকেন হয়তো আপনি নিজেও। প্রায় প্রতিদিনই বাড়ছে আমাদের ফ্রেন্ড সংখ্যা। সেই সঙ্গে যাদের ফলোয়ার অপশনটা অন করা আছে তাদের ফলোয়ারও বাড়ছে। কিন্তু ভেবে দেখেছেন কি, ফেসবুকে অতিরিক্ত বন্ধুর প্রভাব আপনার জীবনের উপর কীভাবে পড়ছে? জেনে নিন বেশ কিছু সমস্যা সম্পর্কে যেগুলোর সূত্রপাত আপনার ফেসবুকের অতিরিক্ত বন্ধুর কারণে হতে পারে।

প্রাইভেসির অভাব
আপনার ফেসবুকে যদি অতিরিক্ত ফ্রেন্ড কিংবা ফলোয়ার থাকে তাহলে আপনার প্রাইভেসির যথেষ্ট অভাব হবে। আপনি না চাইতেও আপনি কী করছেন না করছেন সেটা চেক ইন দিয়ে জানিয়ে দিতে পারে আপনার বন্ধুরা। আপনার খুব বিচ্ছিরি একটি ছবিও হয়তো আপনার কোনো বন্ধু দুষ্টামি করেই ফেসবুকে দিয়ে দিলো। এতে মাঝে মাঝেই আপনি বেশ বিব্রত এবং বিরক্ত হচ্ছেন। এভাবে প্রতি নিয়তই প্রাইভেসি সমস্যায় পড়ছেন আপনি।

ভুল বোঝাবুঝি
ফেসবুকের কারণে অনেকের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার বেস্ট ফ্রেন্ড হয়তো আপনাকে মেসেজ দিলো ইনবক্সে, কিন্তু অসংখ্য বন্ধুদের মেসেজের ভিড়ে তার ম্যাসেজটি দেখতে পান নি আপনি। আপনার বন্ধুটি আপনাকে ভুল বুঝবে এবং তার সাথে সম্পর্কও নষ্ট হয়ে যেতে পারে সারা জীবনের জন্য।

মানসিক অশান্তি
ফেসবুকে বন্ধু সংখ্যা বেশি থাকলে আপনার মানসিক অশান্তিও বৃদ্ধি পাবে। বিভিন্ন বন্ধুর নানান রকমের নেতিবাচক পোস্ট আপনার হোম পেজে ক্রমাগত আসতে থাকবে। সেই সঙ্গে বাড়তে থাকবে আপনার মানসিক অশান্তি। নানান রকম দুশ্চিন্তা ও জটিলতায় আপনি ধীরে ধীরে বিষণ্নতায় আক্রান্ত হবেন।

নিরাপত্তার অভাব
ফেসবুকে নিরাপত্তার অভাবও হচ্ছেন অনেকের। যারা ফেসবুকের প্রাইভেসি সেটিং ঠিক মত বোঝেন না তাঁরা না বুঝেই অপরিচিত কিংবা স্বল্প পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করে ফেলছেন নিজের ছবি। সেই ছবি গুলো পরবর্তিতে ব্যবহৃত হচ্ছে নানান অসৎ উদ্দেশ্যে। প্রাইভেসি সেটিংস বুঝলেও অনেক সময় দুয়েকজন ভুলে বাদ পরে যায় সেই সেটিংস থেকে। ফলে ঘটে নানান অঘটন।

অহেতুক খোঁচাখুঁচি
আপনার ফেসবুকে বন্ধু সংখ্যা যখন অনেক বেশি থাকে কিংবা ফলোয়ার বেশি থাকে তখন আপনার স্ট্যাটাস, ছবি অথবা ওয়ালে অনেকেই গায়ে পড়ে খোঁচাখুঁচি করে। বাতাসের সাথে ঝগড়া করার অভ্যাস আছে যাদের তাঁরা নিয়মিতই ফেসবুকে বাঁধিয়ে দিতে পারে আপনার সাথে অপ্রীতিকর ঝগড়া। ফলে অহেতুক ঝামেলায় পড়তে হয় আপনাকে। জাগো নিউজ

এক ওয়েবসাইটেই সবখবর

ebdnewspaperচালু হয়েছে নতুন ওয়েবসাইট ইবিডিনিউজপেপারম.কম। এই ওয়েবসাইটের ভেতরেই পাওয়া যাচ্ছে সবগুলো সংবাদপত্র, টেলিভিশন, রেডিও ওয়েবসাইটের লিংক।

দৃষ্টিনন্দন এই ওয়েবসাইটে রয়েছে দেশে বিদেশের সবশেষ খবর, ছবি ও ভিডিও। এখনই ভিজিট করুন – www.ebdnewspapers.com

২০২০ সালে মোবাইল ব্যবহারকারী হবে ২৪০ কোটি

Image২০২০ সাল নাগাদ এশিয়া প্যাসিফিক অঞ্চলে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে ২৪০ কোটিতে। সম্প্রতি গ্রুপ স্পেশাল মোবাইল অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়। প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, বিগত বছরের মতো সবচেয়ে দ্রুতবর্ধমান মোবাইল বাজার হিসেবে এশিয়া প্যাসিফিক অঞ্চল এবারো শীর্ষস্থানে রয়েছে। জাগো নিউজ

জিএসএমএর প্রতিবেদন অনুযায়ী, এ অঞ্চলের চীন, ভারত, জাপান ও ইন্দোনেশিয়ার বাজারে প্রতি বছর ৫ দশমিক ৫ শতাংশ হারে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়া প্রতিষ্ঠানটির জরিপ অনুযায়ী, এরই মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলের মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বিশ্বের মোট মোবাইল ব্যবহারকারীর সংখ্যার অর্ধেক বলে উল্লেখ করা হয়।

প্রতিষ্ঠানটির জরিপ প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালের শেষে সংশ্লিষ্ট অঞ্চলে মাত্র একটি অপারেটরের সংযোগ ব্যবহার করে এমন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৭০ কোটি ছিল। অন্যদিকে বিশ্বব্যাপী মাত্র একটি অপারেটরের সংযোগ ব্যবহার করে এমন সেলফোন ব্যবহারকারীর সংখ্যা মোট ৩৪০ কোটি। চীন, ভারত, জাপান ও ইন্দোনেশিয়ার বাজারে এ সংখ্যা সবচেয়ে বেশি বলে জিএসএমএর প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জিএসএমএর ডিরেক্টর জেনারেল অ্যানি বোভেরট জানান, মোবাইল ডিভাইস ব্যবহারকারী বৃদ্ধি এবং নতুন নতুন সেবার প্রবর্তনের দিক থেকে অগ্রভাবে অবস্থান করছে এশিয়া প্যাসিফিক অঞ্চল। এছাড়া সংশ্লিষ্ট অঞ্চলের বিভিন্ন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো নিয়মিতই নতুন নতুন সেবা প্রদান করছে, যা গ্রাহক বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলছে। নতুন সেবাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও ব্যাংকিং খাতে দ্রুতগতির মোবাইল সেবা প্রদান। এশিয়া প্যাসিফিক অঞ্চলের মোবাইল ব্যবহারকারীরা এখন থ্রি ও ফোরজি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্কে স্থানান্তরিত হচ্ছে। ২০২০ সাল নাগাদ থ্রিজি ব্যবহারকারীর সংখ্যা ৩৪ এবং ফোরজি ব্যবহারকারীর সংখ্যা ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট ৪৮০ কোটিতে দাঁড়াতে পারে। উল্লেখ্য, বিগত ছয় বছরে সংশ্লিষ্ট অঞ্চলে টেলিকম খাতের উন্নয়নে বিভিন্ন অপারেটর কোম্পানিগুলো মোট ৪৩০ বিলিয়ন ডলার ব্যয় করেছে।

বাজারে এসেছে পৃথিবীর সবচেয়ে পাতলা ফোন

Imageচীনা কোম্পানি অপ্পো পৃথিবীর সবচেয়ে পাতলা ৪জি ফোন বাজারেে এনেছে। মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে আনুষ্ঠানিকভাবে এই ফোন বাজারে ছাড়া হয়। জাগো নিউজ

এই ফোনটি ৬.৩ মিমি পাতলা৷ অপ্পো তাদের আর সিরিজে এই ফোন তৈরি করেছে৷ ফোনটি কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৪০০ প্রেসেসরে চলে৷ এটি অ্যান্ডরয়েড ফোন এবং এতে ১ জিবি র‌্যাম ও ৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা রয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল এছাড়াও এতে রয়েছে এলইডি ফ্ল্যাশ৷ এই ফোনের একটি নয়া চমক হলো এতে এমন এক ভিডিও ফিচার রয়েছে যার সাহায্যে ব্যবহারকারীরা ফটো ও ভিডিও দুটি মিলিয়ে অনলাইনে আপলোড করতে পারবেন৷ এতে ৩.৫ এমএম অডিও জ্যাক রয়েছে৷ তাছাড়াও ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএসের সুবিধাও রয়েছে৷ দুটি রঙেই আপাতত এই ফোনটি পাওয়া যাবে৷

ব্রাজিলে বিশ্বকাপ ভেনুতে নিয়ে যাবে গুগল ম্যাপ

Image

বিশ্বকাপ ফুটবল-২০১৪-এর ১২টি ভেনুতে যাওয়ার পথ নিজেদের ম্যাপ সেবায় যুক্ত করেছে শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। এর মাধ্যমে বিশ্বকাপ দর্শকরা ঘরে বসেই ভেনুগুলোয় যাওয়ার উপায় সহজেই জানতে পারবেন। খবর জাগো নিউজের

ব্রাজিলের ১২টি ভেনুতে খেলা দেখতে দেশ-বিদেশ থেকে বহু ফুটবলপ্রেমী আসবেন। তাদের জন্য অনেক ক্ষেত্রে নতুন জায়গায় এসে স্টেডিয়াম খুঁজে পেতে সমস্যায় পড়তে হতে পারে। এ সমস্যার কথা মাথায় রেখেই নতুন সেবাটি চালু করেছে গুগল। ম্যাপ সেবায় ভেনুগুলোয় যাওয়ার সহজ পথের নির্দেশনাও দেয়া থাকবে। এমনকি বাসে বা ট্রেনে কীভাবে যাতায়াত করা যাবে, তার নির্দেশনাও দেয়া আছে গুগল ম্যাপে। বিশ্বকাপ সামনে রেখে প্রতিষ্ঠানটির নতুন সেবাটি যথেষ্ট পরিমাণে ব্যবহার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে প্রয়োজনীয় আরো কিছু স্থানের ম্যাপও সেবাটিতে নতুন যুক্ত করা হয়েছে বলে জানা যায়।

ধারণা করা হচ্ছে, গুগল তাদের ম্যাপ সেবার গ্রহণযোগ্যতা বাড়ানোর লক্ষ্যেই নিয়মিত এ ধরনের প্রয়োজনীয় সেবা চালু করছে। ম্যাপ সেবায় বিভিন্ন স্থানের ছবি দেয়া থাকবে ফলে গ্রাহককে কোনো ভেনু খুঁজে পেতে তেমন বেগ পেতে হবে না।